ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

তুরস্ককে হারিয়ে বিশ্বকাপের পথেই রয়েছে পর্তুগাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৬, ২৫ মার্চ ২০২২

তুরস্ককে প্লে অফে হারিয়ে কাতার বিশ্বকাপের পথে টিকে আছে পর্তুগাল। গতকাল পোর্তোয় অনুষ্ঠিত ম্যাচে সফরকারী তুরস্ককে ৩-১ গোলে পরাজিত করেছে তারা। অবশ্য সফরকারী দলের হয়ে শেষদিকে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন বুরাক ইলমাজ।

এস্তাদিও দো ড্রাগাওয়ে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই ব্রাজিলে জন্মগ্রহন করা মিডফিল্ডার ওটাভিও এবং লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতার গোলে এগিয়ে যায় স্বাগতিক পর্তুগাল। বিরতি থেকে ফিরে ৬৫ মিনিটে একটি গোল পরিশোধ করেন তার্কিশ অধিনায়ক ইলমাজ। এরপরই একটি পেনাল্টি পায় তুরস্ক।

ভিএআর প্রযুক্তিতে এনেস উনালের বিপক্ষে ফাউল প্রমানিত হওয়ায় স্বাগতিকদের বিরুদ্ধে পেনাল্টির নির্দেশ দেন কর্তব্যরত জার্মান রেফারি। কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন ইলমাজ। তার শটের বলটি বারে লেগে ফিরে এলে  সমতায় ফেরার সুযোগ থেকে বঞ্চিত হয় তুরস্ক। ম্যাচের ইনজুরি টাইমে ম্যাথিউস নুনেস পর্তুগালের হয়ে গোল করলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক দল। এই জয়ে চুড়ান্ত প্লে অফে উত্তর মেসেডোনিয়ার মোকাবেলা করবে পর্তুগাল। ওই ম্যাচে জয়ী দল সুযোগ পাবে কাতার বিশ্বকাপে খেলার।

এদিকে পেনাল্টি থেকে গোল করার সুযোগ হাতাছাড়া করার ফলে ভবিষ্যতে আর বিশ্বকাপে খেলার সুযোগ থাকছে না ৩৬ বছর বয়সি ইলমাজেল। যদিও বিশ্বকাপে খেলার জোড়ালো ইচ্ছা ছিল তার্কিশদের। ২০০২ সালে জাপান ও দক্ষিন কোরিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিশ্বকাপের পর আর চুড়ান্ত আসরে খেলার সুযোগ হয়নি তুরস্কের।

এদিকে ১৯৯৮ সালের পর কখনো বিশ্বকাপের বাইরে ছিলনা পর্তুগাল। এবারো কাতার বিশ্বকাপে খেলার আশা করছে পর্তুগাল। এ জন্য তাদেরকে আর মাত্র একটি ম্যাচে জয়লাভ করতে হবে। উত্তর মেসেডোনিয়ার বিপক্ষে নিজ দেশে মঙ্গলবার জয়লাভ করতে পারলেই পর্তুগাল পেয়ে যাবে বিশ্বকাপের টিকিট। যার মাধ্যমে পুর্ন হতে পারে ৩৭ বছর বয়সি ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ খেলার আশা।   

এসি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি