ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

বুমরাহর জাদুর ভারতের বিশাল জয় 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬, ১৩ জুলাই ২০২২

টি-টুয়েন্টির প্রথম দুই ম্যাচে ভারতীয় বোলারদের সামনে পাত্তাই পায়নি ইংল্যান্ড। ওয়ানডের প্রথম ম্যাচেও হল সেটাই। বুমরাহই গুঁড়িয়ে দিলেন ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইনকে। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কোনো ভুল করেননি ভারতের দুই ওপেনার। কোন উইকেট না হারিয়েই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক রোহিত শর্মা ও শেখর ধাওয়ান।

মঙ্গলবার ওভালে স্বাগতিক ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে সহজ জয় পায় ভারত। ওয়ানডেতে এটি ভারতের সপ্তমবার ১০ উইকেটের জয়। বিশাল ব্যবধানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল রোহিত শর্মার দল।

ঘাসের উইকেটে শুরু থেকে যথেষ্ট সুইং ও বাড়তি বাউন্স পাচ্ছিলেন ভারতীয় পেসাররা। ম্যাচের দ্বিতীয় ওভারে প্রথম আঘাতটি হানেন বুমরাহ, শূন্য রানে সাজঘরে ফেরান জেসন রয়কে।

পরের ওভারে টেস্ট অধিনায়ক স্টোকসকে ফেরান শামি। জনি বেয়ারস্টোও টানতে পারেননি দলকে। তাকে কট বিহাইন্ড করার পর লিভিংস্টোনকে বোল্ড করেন বুমরাহ। তাতে ২৬ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে ফেলে বিশ্ব চ্যাম্পিয়নরা।

পাল্টা আক্রমণে চাপ সামলানোর চেষ্টা করেন মইন আলী ও জস বাটলার। ১৪ রানে প্রসিধ কৃষ্ণাকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন মইন আলী। এরপর বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি বাটলারও। ৩০ রান করে শামির বলে ধরা পড়েন জাদবের হাতে।

শেষ তিন ব‍্যাটসম‍্যানকে নিয়ে কোনেমতে দলের রান একশ পার করেন ডেভিড উইলি। ব্রাইডন কার্সকে বিদায় করে ক‍্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নেন বুমরাহ। পরের ওভারে উইলিকে বোল্ড করে ইংল‍্যান্ডের ইনিংস গুটিয়ে দেন তিনি।

১৯ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার বুমরাহ। শুধু তাই নয় ডানহাতি পেসারের ক্যারিয়ারেরও সেরা ফিগার এটি।

রান তাড়ায় প্রথম বলেই ভাঙতে পারত ভারতের শুরুর জুটি। তবে ধাওয়ানকে রান আউটের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি বেয়ারস্টো। এর বাইরে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি ইংল‍্যান্ড। সাবধানী ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান অভিজ্ঞ দুই ওপেনার।

দলকে জেতাতে রোহিত শর্মা ৭টি চার ও ৫টি ছয়ের মার দিয়ে করেন ৭৬ রান। উইকেটের অন্য প্রান্তে ৫৪ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন ধাওয়ান।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি