ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

আসছে শোয়েব আখতারের বায়োপিক, পোস্টার প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৪, ২৫ জুলাই ২০২২

ভারতজুড়ে ক্রিকেটারদের বায়োপিকের হিড়িক পড়েছে। এবার সেই তালিকায় নাম লেখালেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিজের বায়োপিকের মোশন পোস্টার প্রকাশ করলেন তিনি।

বায়োপিকের নাম ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস-রানিং অ্যাগেনেস্ট দ্য ওডস’। 

শোয়েব আখতারের বায়োপিকটি নির্মাণ করছেন মোহাম্মদ ফারাজ কায়সার। যা ২০২৩ সালের ১৬ নভেম্বর মুক্তি পাবে।

এ নিয়ে টুইটার পোস্টে শোয়েব লিখেছেন, ‘দারুণ এই যাত্রার শুরু হলো। আমরা গল্প উন্মোচনের ঘোষণা করলাম। আমার জীবন, আমার গল্প, ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস-রানিং অ্যাগেনেস্ট দ্য ওডস’। আপনি এমন একটি যাত্রায় আছেন যা আপনি আগে কখনও দেখেননি। পাকিস্তানি ক্রীড়াবিদকে নিয়ে প্রথম বিদেশি ছবি। আপনাদের বিতর্কিত শোয়েব আখতার।’

সাবেক গতি তারকা ক্যারিয়ারে ৪৬ টেস্ট, ১৬৩টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে যথাক্রমে ১৭৮, ২৪৭ ও ১৯টি উইকেট পেয়েছেন। যদিও উইকেট দিয়ে এই তারকাকে বিচার করা যাবে না। কেননা তার গতিতে তখনকার ব্যাটারদের বুকে কাঁপন ধরে যেত। ইংল্যান্ডের বিপক্ষে তার ১৬১.৩ কিলোমিটারের বলটি এখনও বিশ্বের সবচেয়ে গতির বল।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি