ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

আবারও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের মিশনে ভারত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৪, ২৬ জুলাই ২০২২

প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। এবার ক্যারিবীয়দের হোয়াইটওয়াশের মিশনে টিম ইন্ডিয়া। শেষ ওয়ানডে জিতলেই টানা দ্বিতীয়বারের মত ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করবে ভারত। এদিকে হোয়াইটওয়াশ এড়াতে সিরিজের শেষ ওয়ানডে জিততে চায় ওয়েস্ট ইন্ডিজ। 

বুধবার পোর্ট অব স্পেনে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে শুরু হবে। 

এই একই মাঠে সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো। প্রথম ওয়ানডেতে ৩০৮ রান করেও জয়ের জন্য ঘাম ঝড়াতে হয়েছে ভারতকে। মাত্র ৩ রানের জয় পায় টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজ করে ৬ উইকেটে ৩০৫ রান। 

প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে সফল ছিলো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। তাই এ ম্যাচেও তিন শতাধিক রান তুলে ক্যারিবীয়রা। অথচ গত সিরিজেই ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবীয় ব্যাটারদের ব্যর্থতায় মাত্র  ১৪৯, ১০৮ ও ১৭৮ রান করতে সংগৃহীত হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ৩১১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। নিজের শততম ম্যাচে সেঞ্চুরির দেখা পান ওপেনার শাই হোপ। ১১৫ রান করেন হোপ। ৩১২ রানের টার্গেট স্পর্শ করতে হিমশিম খায় ভারত। তারপরও শেষদিকে অক্ষর প্যাটেলের ঝড়ে মাত্র ২ উইকেটে হার মানে ওয়েস্ট ইন্ডিজ। ৩৫ বলে অনবদ্য ৬৪ রানের উড়ন্ত ইনিংস খেলেন প্যাটেল। পোর্ট অব স্পেনের এই ভেন্যুতে ৩শ’ রান তাড়া করে কোন দলই ম্যাচ জিততে পারেনি। কিন্তু প্যাটেলের ব্যাটিংয়ে এই ভেন্যুতে রেকর্ড গড়ে ভারত। 

সিরিজ জয়ে খুশি হলেও বোলারদের পারফরমেন্স মন ভরাতে পারেনি ভারত অধিনায়ক শিখর ধাওয়ানের। শেষ ম্যাচে বোলাররা জ্বলে উঠবে বলে আশাবাদী তিনি। সেই সাথে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যের কথা জানালেন ধাওয়ান, ‘প্রথম দুই ম্যাচে বোলাররা ভালো করতে পারেনি। আশা করি শেষ ম্যাচে নিজেদের সেরাটা দিবে তারা। ব্যাটারদের সাথে বোলাররা জ্বলে উঠলে ওয়েস্ট ইন্ডিজকে আরও একবার হোয়াইটওয়াশ করতে পারবো আমরা।’

বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ হবার পর হতাশায় মুষড়ে পড়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। তবে ভারতের বিপক্ষে ভালো করতে মুখিয়ে ছিলো তারা। কিন্তু সিরিজ হারে আরও একবার হতাশায় পড়তে হলো ক্যারিবীয়দের। তবে শেষ ম্যাচে জয় পেতে চায় তারা।

এ নিয়ে হোপ বলেন, “প্রথম দুই ম্যাচে যেভাবে হেরেছি, তা হতাশার। তবে আমরা হাল ছাড়ছি না। জয় দিয়ে ভারতের বিপক্ষে সিরিজ শেষ করতে চাই।”

গত ফেব্রুয়ারিতেই ভারতের মাটিতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। ২০০৬ সালে সর্বশেষ ভারতের বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজ জিতেছিলো ওয়েস্ট ইন্ডিজ। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১২টি দ্বিপাক্ষীক সিরিজ খেলে সবগুলোতে জিতেছে ভারত।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি