ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

বাংলাদেশে হবে ২০২৪ টি-টোয়েন্টি নারী বিশ্বকাপ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৮, ২৭ জুলাই ২০২২ | আপডেট: ০৮:৪০, ২৭ জুলাই ২০২২

বাংলাদেশে হবে ২০২৪ সালের টি-২০ নারী বিশ্বকাপ। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো নারী ক্রিকেটের বড় ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে ২০১৪ সালে ছেলেদের টি-২০ বিশ্বকাপের পাশাপাশি নারীদের বিশ্বকাপও আয়োজনের সুযোগ পেয়েছিল বাংলাদেশ।

মঙ্গলবার বার্মিংহামে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাংলাদেশের পর, অর্থ্যাৎ ২০২৫ সালে এই ফরমেটের বিশ্বকাপ আয়োজন করবে ভারত। আর ২০২৬ সালের টি-২০ নারী বিশ্বকাপ ইংল্যান্ডের মাটিতে।

উল্লেখ্য, শ্রীলঙ্কা যদি কোয়ালিফাই করে তাহলে ২০২৭ সালে প্রথম নারী চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক হতে পারবে তারা।
এসএ/এমএম
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি