ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

আবারও টস হারলেন সোহান, ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৯, ৩১ জুলাই ২০২২ | আপডেট: ১৮:০২, ৩১ জুলাই ২০২২

হারারে স্পোর্টস ক্লাব মাঠে আবারও টস হারলো বাংলাদেশ দল। টানা দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে দল। তাই আবারও আগে ফিল্ডিং করতে নামছে টাইগাররা।

শনিবার সিরিজের প্রথম ম্যাচ হেরে এরই মধ্যে পিছিয়ে গেছে বাংলাদেশ। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচ জেতার বিকল্প নেই সোহান বাহিনীর সামনে।

প্রথম ম্যাচে ২০৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে ১৭ রানের ব্যবধানে জিতেছিল জিম্বাবুয়ে। আজকের ম্যাচেও বড় সংগ্রহ দাঁড় করানোর লক্ষ্যের কথা জানিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদ এবং স্পিনার নাসুম আহমেদের জায়গায় খেলছেন হাসান মাহমুদ ও শেখ মেহেদি হাসান। অভিষেক ম্যাচের পর লম্বা বিরতি দিয়ে প্রায় ২৮ মাস পর আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরলেন হাসান, সবশেষ খেলেছেন ২০২০ সালের মার্চে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি