ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

জরিমানার কবলে তামিম ইকবালরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৭, ৯ আগস্ট ২০২২

জিম্বাবুয়ের কাছে টানা দুই ওয়ানডে হেরে এরই মধ্যে সিরিজ হারিয়েছে তামিম ইকবালের দল। হারের ক্ষত না শুকাতেই এলো আইসিসির পক্ষ থেকে আরোপ করা আর্থিক জরিমানার শাস্তি খবর।  

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। 

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

গত রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছিলো বাংলাদেশ। ম্যাচটি ৫ উইকেটে হারে তারা। ঐ ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার বোলিংয়ে বেশি সময় নেয়ায় ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশকে। 

আইসিসির নিয়ম অনুযায়ী ধীর গতির ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়। 

বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল নিজেদের অপরাধ স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। 

এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি