ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

দুবাই পৌঁছেছে বাংলাদেশ দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৩, ২৪ আগস্ট ২০২২ | আপডেট: ০৯:০৬, ২৪ আগস্ট ২০২২

এশিয়া টি-টোয়েন্টি ক্রিকেট কাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাত পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার রাত ২টায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছায় টাইগাররা। এরপর সেখান থেকে সরাসরি চলে যায় টিম হোটেলে।

এর আগে অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে মঙ্গলবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় দেশ ছাড়ে টাইগাররা। 

তবে ভিসা জটিলতায় দলের সাথে যেতে পারেননি এনামুল বিজয় ও তাসকিন আহমেদ। আজ ঢাকা ছাড়ার কথা রয়েছে এই দু’ক্রিকেটারের।

স্বাগতিক শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে আগামী ২৭ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। তবে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে। আর ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার সঙ্গে হবে টাইগারদের দ্বিতীয় ও শেষ গ্রুপ ম্যাচ। 

আসর শুরুর আগে দুবাইয়ের পরিবেশের সাথে মানিয়ে নিতে কয়েকদিন অনুশীলন করার সুযোগ পাবেন সাকিব-মুশফিকরা। হেড কোচ রাসেল ডমিঙ্গোকে ছাড়াই এশিয়া কাপ খেলতে হবে টাইগারদের। তার পরিবর্তে ভারতের শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল অ্যাডভাইজার করা হয়েছে। তার পরিকল্পনাতেই এশিয়া কাপে প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে ছয়টি দল। যার মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত ও আফগানিস্তান সরাসরি এবং একটি দল বাছাই পর্ব থেকে আসবে। তিন দল করে দুই গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে মাঠের লড়াই।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি