ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

এশিয়া কাপে স্পটলাইটে থাকা পাঁচ বোলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ২৭ আগস্ট ২০২২

অনেক অনিশ্চয়তা ও জল্পনা-কল্পনার পর অবশেষে পর্দা উঠছে এশিয়ার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট এশিয়া কাপ ক্রিকেটের ১৫তম আসরের। শনিবারই চার বছর পর বসতে চলেছে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর। এবারের আসরে বল হাতে চমক দেখাতে পারেন বেশ কিছু বোলার। এরমধ্যে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান, আফগানিস্তানের রশিদ খান, শ্রীলংকার হাসারাঙ্গা ডি সিলভা। 

এশিয়া কাপে স্পটলাইটে থাকা পাঁচ বোলার-
সাকিব আল হাসান (বাংলাদেশ) :
এশিয়া কাপে বাংলাদেশের সাফল্যের কান্ডারি হবেন সাকিব আল হাসান। তার হাত  ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্নে বিভোর বাংলাদেশ। নিজের দিনে ব্যাট হাতে জ্বলে উঠার পাশাপাশি বল হাতেও ভয়ংকর এক ক্রিকেটার সাকিব। টি-টোয়েন্টিতে সেরা বোলারের তকমা বহু আগেই পেয়েছেন সাকিব। এই ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি। ১২১ উইকেট ঝুলিতে আছে তার। তাই এশিয়ার মঞ্চে নিজেকে আরও একবার চেনানোর পালা সাকিবের।

হাসারাঙ্গা ডি সিলভা (শ্রীলংকা) :
টি-টোয়েন্টি ফরম্যাটে গত বছরটি স্বপ্নের মত কেটেছে শ্রীলংকার স্পিনার হাসারাঙ্গার। ২০ ম্যাচে ৩৬ উইকেট নেন তিনি। এতে দলের স্পিন বিভাগে অন্যতম ভরসা ছিলেন হাসারাঙ্গা। তার ঘুর্ণিতে বেশ কিছু ম্যাচও জিতে শ্রীলংকা। গত টি-টোয়েন্টি বিশ^কাপ হয়েছিলো সংযুক্ত আরব আমিরাতে। এবারের এশিয়া কাপও সেই মরুর দেশেই। যা হাসারাঙ্গার জন্য আনন্দের বিষয়। ৮ ম্যাচে ১৬ উইকেট নিয়ে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন হাসারাঙ্গা। তাই অতীতের অভিজ্ঞতা দিয়ে এশিয়া কাপেও নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন হাসারাঙ্গা।

রশিদ খান (আফগানিস্তান) :
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন আফগানিস্তানের স্পিনার রশিদ। তবে দল তার থেকে আরও বেশি প্রত্যাশা করেছিলো। বিশ্বকাপে না পারলেও, এশিয়া কাপে দলের চাহিদা পূরণ করতে মরিয়া রশিদ। টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। ৬৬ ম্যাচে ১১২ উইকেট রয়েছে তার। সদ্য শেষ হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে নিষ্প্রভ ছিলেন রশিদ। ৫ টি-টোয়েন্টিতে মাত্র ৩ উইকেট নেন তিনি।

ভুবেনশ্বর কুমার (ভারত) : 
ইনজুরির কারনে জসপ্রিত বুমরাহ ও ফর্মহীনতায় ভুগতে থাকা মোহাম্মদ সামিকে ছাড়াই এবারের এশিয়া কাপ খেলবে ভারত। তাই ভারতের বোলিং লাইন-আপ কিছুটা হলেও নড়বড়ে। তবে অভিজ্ঞতার জোরে দলকে সাফল্য এনে দিতে অবদান রাখবেন পেসার ভুবেনশ্বর কুমার। ৭২টি টি-টোয়েন্টিতে ৭৩ উইকেট আছে তার।

হারিস রউফ (পাকিস্তান) : 
এশিয়া কাপের আগে বড় ধাক্কা খায় পাকিস্তান। ইনজুরির কারনে দলের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদিকে হারায় পাকিস্তান। এরমধ্যে আরেক পেসার হাসান আলিকে দলে নেয়নি পাকিস্তান। তাই পাকিস্তানের বোলিংকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে হারিস রউফকে। সম্প্রতি বিগ ব্যাশ লিগে ১৫০ কি.মি. গতিতে ধারাবাহিকভাবে বল করেছেন তিনি। ৩৫ টি-টোয়েন্টিতে ৪২ উইকেট আছে তার।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি