ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারত-সেরা পেসারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৬, ২৯ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ২১:৩২, ২৯ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ইনজুরির কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেল ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহর। পিঠের মারাত্মক ইনজুরিতে পড়েছেন বুমরাহ। স্ক্যান করাতে ব্যাঙ্গালুরুতে গিয়েছেন ডানহাতি এই ভারত-সেরা পেসার।

ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বিষয়টি নিশ্চিত করেছন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা। 

এমন ইনজুরির কারণে ‘ছয় মাস’ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে বুমরাহকে। বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের ঐ কর্মকর্তা বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহর না খেলার বিষয়টি নিশ্চিত। তার পিঠের ইনজুরি মারাত্মক। স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে, ছয় মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।’

অফিসিয়াল ঘোষণায় বুমরাহ বাদ পড়লে, তার জায়গায় বিশ্বকাপের জন্য রিজার্ভ থেকে পেসার নিতে হবে ভারতকে। রিজার্ভ তালিকায় দুই পেসার আছে। তারা হলেন- মোহাম্মদ সামি এবং দীপক চাহার।

আগামী ১৫ অক্টোবরের আগে আইসিসির অনুমতি ছাড়াই বিশ্বকাপ স্কোয়াড পরিবর্তন করার সুযোগ থাকছে।
ইতোমধ্যে ইনজুরি থেকে ছিটকে পড়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তার পরিবর্তে অক্সার প্যাটেলকে দলে নিয়েছে ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত দল (পূর্ব ঘোষিত): 
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্ট (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্সার প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্ষাল প্যাটেল ও আর্শদ্বীপ সিং।

রিজার্ভ: মোহাম্মদ সামি, শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণোই ও দীপক চাহার।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি