ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

অভিষেকেই হ্যাটট্রিক বাংলাদেশের ফারিহা তৃষ্ণার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ৬ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক, আর অভিষেক ম্যাচেই মাত করলেন ফারিহা তৃষ্ণা। বাংলাদেশ নারী দলের ২০ বছর বয়সী এই বাঁহাতি পেসার মালয়েশিয়ার বিপক্ষে করেছেন দুর্দান্ত হ্যাটট্রিক।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ছুড়ে দেওয়া ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করছে মালয়েশিয়া। প্রথম ৫ ওভার দেখেশুনে কাটিয়ে দেন দুই ওপেনার এলসা হান্টার আর উইনিফ্রেড দুরাইসিঙ্গাম।

নিজের প্রথম দুই ওভারে ৬ রান দেওয়া ফারিহা ইনিংসের ষষ্ঠ আর নিজের তৃতীয় ওভারে এসেই ধ্বংসযজ্ঞ চালান। বাংলাদেশের বাঁহাতি এই পেসার টানা তিন বলে তুলে নেন তিন উইকেট। একটি উইকেটেও লাগেনি কারও সাহায্য।

ওভারে দ্বিতীয় বলে ফারিহা বোল্ড করেন উইনিফ্রেড দুরাইসিঙ্গামকে, পরের বলে এলবিডব্লিউ ম্যাস এলিসা। তার পরের বলে মাহিরা ইজ্জাতি ইসমাইলকে বোল্ড করে হ্যাটট্রিক পূরণ করেন ফারিহা।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি