ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নড়বড়ে জিম্বাবুয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৯, ২৭ অক্টোবর ২০২২ | আপডেট: ১৮:১০, ২৭ অক্টোবর ২০২২

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হার দিয়ে শুরু করে পাকিস্তান। আর বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট পায় জিম্বাবুয়ে। 

তাইতো বৃহস্পতিবার পার্থে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়ের লক্ষ্যে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দলটির অধিনায়ক ক্রেইগ আরভিন।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও দ্রুত ৩টি উইকেট হারিয়ে যেন খেই হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। ১০ ওভারে তুলতে পারে ৬৭ রান। এরপর ১৪ ওভারের মধ্যেই শিন উইলিয়ামস ও চাকাভাকেও হারায় দলটি। এমন নড়বড়ে ব্যাটিংয়ের পরও রাজার ব্যাটে ভালো একটা পুঁজির লক্ষ্যেই ছুটছে এই আফ্রিকান দলটি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৪ ওভারে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৯৫ রান। উইলিয়ামস ৩১ রান করে আউট হন। রাজা ৯ রানে ক্রিজে আছেন।

জিম্বাবুয়ে একাদশ: 
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভেরে, মিল্টন শুম্বা, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেজিস চাকাভা (উইকেটকিপার), রায়ান বার্ল, লুক জংওয়ে, ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভানস ও রিচার্ড নাগারভা।

পাকিস্তান একাদশ: 
মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), শান মাসুদ, ইফতেখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি