ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

বিশ্বকাপের তিন দলকে ফিফার শাস্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৩, ৮ ডিসেম্বর ২০২২

কাতার বিশ্বকাপে অংশ নেওয়া তিনটি দলকে বড় অঙ্কের জরিমানা করেছে ফিফা।

এর মধ্যে ড্রেসিং রুমে কসোভোর পতাকা রাখায় সার্বিয়াকে বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে। একই সঙ্গে নিয়ম ভাঙায় ক্রোয়েশিয়া ও সৌদি আরবকেও শাস্তি দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা।

গত ২৪ নভেম্বর ব্রাজিলের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের সময় সার্বিয়ার ড্রেসিং রুমে কসোভোর পতাকা ঝুলানো ছিল। এর মাধ্যমে বুঝানো হয়েছে কসোভো তাদের দেশের অংশ। ফিফা বুধবার জানায়, এর জন্য সার্বিয়াকে ২০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে।

কসোভোর ওই পতাকায় সার্বিয়ান ভাষায় লেখা ছিল, ‘আমরা আত্মসমর্পণ করি না।’ কসোভোর সংস্কৃতি, যুব ও ক্রীড়া মন্ত্রী হাজরুল্লা চেকু একটি ছবি শেয়ার দেওয়ার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এছাড়া ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশনকে ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা। কানাডার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ ঘিরে ক্রোয়েশিয়ার সমর্থকরা এমন বার্তা দিয়েছিল, যেটা খেলার সঙ্গে মানানসই না।

অপরদিকে, গ্রুপ পর্বে আর্জেন্টিনা ও মেক্সিকো ম্যাচে খেলোয়াড়দের অসদাচরণের জন্য ১৫ হাজার সুইস ফ্রাঁ করে দুই দফায় জরিমানা করা হয়েছে সৌদি আরবকে।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি