ঢাকা, শনিবার   ১১ মে ২০২৪

প্রথমার্ধে গোলের মুখ খুলতে পারলোনা কেউই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৩, ৯ ডিসেম্বর ২০২২ | আপডেট: ২২:১৮, ৯ ডিসেম্বর ২০২২

সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ব্রাজিল আক্রমণাত্মক খেললেও রক্ষণাত্মক ছিলো ক্রোয়েশিয়া। সেলেকাওদের বেশ কয়েকটি আক্রমণ ঠেকিয়ে দেওয়ার পাশাপাশি আক্রমণেও দক্ষতা দেখায় ইউরোপের দলটি।

তবে লক্ষ্যে নিতে পারেননি কোনো শট। অপরদিকে তিনটি লক্ষ্যে শট নিয়েও বল জালে জড়াতে পারেনি নেইমাররা। গোলের মুখ খুলতে পারেনি কেউই।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে এডুকেশন সিটি স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে গেছে ব্রাজিল।

পঞ্চম মিনিটেই গোলের জন্য প্রথম শট নেয় ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রের শট সহজেই ঠেকান ক্রোয়াট গোলরক্ষক ডমিনিক লিভাকভিচ।

আট মিনিট পর নিজেদের প্রথম ভালো সুযোগ পায় ক্রোয়েশিয়া। বল পায়ে নিজেদের অর্ধ থেকে প্রায় ডি-বক্স পর্যন্ত চলে যান ইয়োসিপ ইউরানোভিচ। তার বল পেয়ে ক্রস করেন মারিও পাসালিচ। বক্সে ইউরারোভিচের ডামির পর দারুণ জায়গায় বল পেয়ে যান ইভান পেরিসিচ। কিন্তু এদের মিলিতাওয়ের চাপের মুখে তিনি শট রাখতে পারেননি লক্ষ্যে। বেঁচে যায় ব্রাজিল।

২০তম মিনিটে পেনাল্টি স্পটের কাছে ভিনিসিয়াসের শট ব্লক করেন বোর্না সোসা। কয়েক সেকেন্ড পর গোলরক্ষক বরাবর দুর্বল শট নেন নেইমার।

৩০তম মিনিটে পেরিসিচের দূরপাল্লার শট যায় ক্রসবারের অনেক উপর দিয়ে। ৪২তম মিনিটে বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পায় ব্রাজিল। গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করেন নেইমার।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি