নিজের জন্মদিনে পুত্র সন্তানের বাবা হলেন শান্ত
প্রকাশিত : ১৯:০৬, ২৫ আগস্ট ২০২৩
 
				
					আজ শুক্রবার নিজের ২৫তম জন্মদিনে প্রথমবারের মত বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটার নাজমুল হোসেন শান্ত।
পুত্র সন্তানের বাবা হবার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে জানিয়েছেন শান্ত।
সেখানে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ তা’আলার অশেষ রহমতে সকাল ১০টা ১৪মিনিটে পুত্র সন্তানের বাবা হয়েছি। মা-শিশু দুজনই ভালো আছে। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমরা আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু করছি।’
গত ১৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী সাবরিন সুলতানার সাথে ছবি পোস্ট করে নতুন অতিথি আসার খবর জানিয়েছিলেন শান্ত।
২০২০ সালের জুনে সাবরিনকে বিয়ে করেন শান্ত।
সূত্র: বাসস
এসবি/
 
				        
				    






























































