ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫২, ২৫ অক্টোবর ২০২৩

চলমান বিশ্বকাপে যেন একের পর এক রেকর্ড ভেঙেই চলছে। বিশ্বকাপ আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলে এইডেন মাকরাম। তবে এইবার সেই রেকর্ড ভেঙ্গে দিয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। ডাচ বোলারদের কচুকাটা করে মাত্র ৪০ বলেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। যা বিশ্বকাপেই দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড। 

বিশ্বকাপে দ্রততম শত রানের রেকর্ড গড়লেন অজি ব্যাটার গ্ল্যান ম্যাক্সওয়েল। বুধবার (২৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি ৪০ বলে ১০১ রান সংগ্রহ করে এই রেকর্ড গড়েছেন।

বুধবার টস জিতে ব্যাটিং করতে নেমে নেদারল্যান্ডসের বোলারদের নিয়ে যেন ছেলেখেলায় মেতেছিল অজি ব্যাটাররা। এই ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ডেভিড ওয়ার্নার। রান এসেছিল স্টিভেন স্মিথ এবং মার্নাস লাবুশেনের ব্যাটেও। তবে ম্যাক্সওয়েল ছাড়িয়ে গেলেন সবাইকে। একের পর এক চার-ছয়ে ডাচ বোলারদের দুঃস্বপ্নই উপহার দিয়েছেন তিনি। 

ইনিংসের একেবারে শেষ দিকে ৪০ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ম্যাক্সওয়েল। বাস ডি লিডের বলে ছয় মেরে করেন বিশ্বকাপের নতুন রেকর্ড। ভেঙ্গে দেন ১৮ দিন আগে গড়া এইডেন মার্করামের রেকর্ডকেও।

কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি