ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ৪ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে যেতে মাঠে নেমেছে নিউজিল্যান্ড-পাকিস্তান। জয়ের বিকল্প নেই দুই দলের সামনে। বাঁচা মরার এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। 

আজ শনিবার বেঙ্গালুরুতে টস করতে নামেন দুই দলের অধিনায়ক। টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাবর।

এই ম্যাচ দিয়ে আবারও প্রথম একাদশে ফিরে এসেছেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন এবং মিডলঅর্ডার ব্যাটার ড্যারেল মিচেল। 

অপরদিকে পাকিস্তান দলে উসামা মীরের বদলে ফিরেছেন অভিজ্ঞ হাসান আলী। দলে নেই মোহাম্মদ নাওয়াজ। খেলবেন সালমান আগা। এই ম্যাচে তাই চার পেসার দেখা যাবে পাকিস্তানের স্কোয়াডে। 

নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট। 

পাকিস্তান একাদশ
আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, হাসান আলী, শাহিন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি