ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চার বছর পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৭, ১৩ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

নাপোলিকে ৩-১ গোলে হারিয়ে চার বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠলো বার্সেলোনা। 

প্রথম লেগে নাপোলির মাঠে ১-০ গোলে জিতেছিল বার্সেলোন। নিজ মাঠে তাই কিছুটা স্বস্তি নিয়ে খেলতে নামে দলটি। 

ম্যাচের ২০ মিনিট গড়ানোর আগেই পেয়ে যায় দুই গোল। ১৫ ও ১৭ মিনিটে গোল দুটি করেন ফেলিসিয়ানো লোপেজ ও জোয়াও ক্যানসেলো। ৩০ মিনিটে একটি গোল শোধ দিয়েছিল নাপোলি।

দ্বিতীয়ার্ধে লড়াই হয় হাড্ডাহাড্ডি। বেশকিছু সুযোগ পেয়েও ম্যাচে ফিরতে পারেনি নাপোলি। 

৮৩ মিনিটে লেভাদোভস্কির গোলে বড় জয় নিশ্চিত হয় বার্সেলোনার। 

এদিকে, রাউন্ড অফ সিক্সটিনে দ্বিতীয় লেগের অপর ম্যাচে এফসি পোর্তোকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে আর্সেনাল। ঘরের মাঠে এফসি পোর্তোর বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের জয়ে শেষ আটে আর্সেনাল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি