ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিসিবির চুক্তি থেকে বাদ পড়ার পর মোসাদ্দেকের সেঞ্চুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪১, ২০ এপ্রিল ২০১৮ | আপডেট: ২২:৪২, ২০ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

চোখের ইনফেকশনের কারণে অনেক দিন মাঠের বাইরে ছিলেন মোসাদ্দেক। গত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঢাকা প্রিমিয়ার লিগে সেভাবে সুযোগই হয়নি নিজেকে মেলে ধরার। সম্প্রতি বাদ পড়লেন বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে।

এর মধ্যে নিজেকে জানান দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন তিনি। দারুণ সেঞ্চুরিতে সেটিই করে দেখালেন। তার দল যদিও আরো একটি ম্যাচ ড্র করেছে।

শুক্রবার বিসিএলের পঞ্চম রাউন্ডের শেষ দিনে দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের ম্যাচ উত্তেজনা ছড়ালেও শেষ পর্যন্ত ড্র হয়। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৪৮৪ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণাঞ্চল। ৩৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমেই মধ্যাঞ্চল দেড়শর আগে ৫ উইকেট হারাঢ। তবে তাদের বাঁচাতে পেরেছে ম্যাচ।

সকালে দক্ষিণাঞ্চলের হয়ে দ্রুত রান তোলার অভিযানে নেমেই সেঞ্চুরি করেছেন মোসাদ্দেক। ২২ রানে দিন শুরু করেছিলেন মোসাদ্দেক। অপর প্রান্তে ১৭ রানে শুরু করা জিয়াউর রহমান ফিরে যান ২৫ রানেই। মোসাদ্দেককে এরপর ব্যাট হাতে সঙ্গ দেন তরুণ অফ স্পিনার নাঈম হাসান। অষ্টম উইকেটে ১২১ রানের জুটি গড়েন দুজন।

দলের ইনিংস ঘোষণার তাড়া ছিল তাদের। দ্রুত রান তোলার সেই দাবি দারুণভাবে মিটিয়েছেন মোসাদ্দেক। ১০ চার ও ৪ ছক্কায় অপরাজিত ১০২ করেছেন ১০৭ বলে।

প্রথম শ্রেণির ম্যাচে এটি তার নবম সেঞ্চুরি। ব্যাটিং গড় ৬৭.৯৪। ৪৩ রানে নাঈম আউট হওয়ার পরই ইনিংস ঘোষণা করে দক্ষিণাঞ্চল। প্রথম ইনিংসে ১১১ রানের লিড পেলেও মধ্যাঞ্চলের সামনে তখন ম্যাচ বাঁচানোর চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের জবাব দেওয়ার শুরুটা খারাপ হয়নি সাইফ হাসান ও সাদমান ইসলাম উদ্বোধনী জুটিতে। তারা তোলেন ৪৬ রান। এরপর সাদমানকে ১৮ রানে ফেরান কামরুল ইসলাম রাব্বি। পরে আব্দুর রাজ্জাক ৪৩ রানে ফিরিয়ে দেন সাইফকে।

মার্শাল আইয়ুব, তানবীর হায়দার ও ইরফান শুক্কুর দ্রুত ফিরে গেলে একটু চাপে পড়ে যায় মধ্যাঞ্চল। তবে তিন নম্বরে নামা আব্দুল মজিদ এক প্রান্ত আগলে অপরাজিত ৬০ রানের ইনিংসে নিশ্চিত করেন ড্র।

প্রথম ইনিংসে ৬টির পর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন আব্দুর রাজ্জাক। এ নিয়ে এবারের বিসিএলের ৫ ম্যাচের সবকটিই ড্র করল দক্ষিণাঞ্চল। ৪৪ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের দুইয়ে। ৩৯ পয়েন্ট নিয়ে সবার শেষে মধ্যাঞ্চল। ৫৮ পয়েন্ট নিয়ে শিরোপার পথে অনেকটা এগিয়ে উত্তরাঞ্চল।

 

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ১৯১

মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৩০২

দক্ষিণাঞ্চল ২য় ইনিংস: ১০৮.৩ ওভারে ৪৮৪/৮ (ডি.) (আগের দিন ৩৪৮/৬) (জিয়াউর ২৫, মোসাদ্দেক ১০২*, নাঈম ৪৩; আবু হায়দার ২/৮০, শাকিল ০/৭৬, এবাদত ১/১০১, মোশাররফ ৩/১১০, তানবীর ২/৮৫, মাহমুদউল্লাহ ০/২৫)।

মধ্যাঞ্চল ২য় ইনিংস: (লক্ষ্য ৩৭৪) ৫৫ ওভারে ১৫৮/৫ (সাইফ ৪৩, সাদমান ১৮, মজিদ ৬০*, মার্শাল ১৬, তানবীর ৩, ইরফান ২, মোশাররফ ১২*; রাজ্জাক ৩/৭৩, নাঈম ১/৫৩, কামরুল রাব্বি ১/২৮)।

ফল: ম্যাচ ড্র

ম্যান অব দা ম্যাচ: আব্দুর রাজ্জাক

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি