ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

রশিদ-মুজিবকে নিয়ে ছক আঁকছেন মুশফিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০২, ১০ মে ২০১৮

টি-টোয়েন্টির ফর্মেটের ক্রিকেটে শীর্ষ বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন আফগান স্পিনার রশিদ খান। আর ক্রমেই ওপরে উঠে আসছেন আরেক আফগান স্পিনার মুজিবুর রহমান। আইপিএলে দুর্দান্ত বোলিং করছেন দুজনই। ২২ গজের লড়াইয়ে রশিদ খান ও মুজিবুর রহমানকে নিয়ে ভাবেন না, এমন ব্যাটসম্যান আছে নাকি? তাই মুশফিকুর রহিমকেও ভাবাচ্ছেন এই দুই আফগান বোলার।

আফগানিস্তানের এই দুই স্পিনার আইপিএলে ভালো খেলে চোখ রাঙাচ্ছেন বাংলাদেশকেও। জুনের প্রথম সপ্তাহে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। রশিদ-মুজিবকে নিয়ে যে আলাদা ছক কষতে হবে বাংলাদেশকে, সেটি সরাসরি না বললেও মুশফিক স্বীকার করে নিচ্ছেন, খুবই চ্যালেঞ্জিং হবে দুই আফগান স্পিনারকে সামলানো, ‘রশিদ খান একজন বিশ্বমানের বোলার। আইপিএলে এক ম্যাচ ছাড়া ওর বিপক্ষে ওভারে ছয়-সাতের বেশি রান কেউ নিতে পারেনি। আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে।’

তবে চ্যালেঞ্জিং হবে সেই ভেবে বসে থাকছেন না মুশফিক। আফগান স্পিনারদের খেলতে নিজের প্রস্তুতির কথাও জানালেন তিনি। বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি কিছু কাজ করছি। কোন শট খেললে স্কোর করতে পারব, তা নিয়ে কাজ করছি। দল হিসেবে একটা ভালো পরিকল্পনা করতে হবে, যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। ম্যাচে একজন বোলারকে দেখে খেলার সুযোগ নেই। পরিকল্পনা করতে হবে, যেখানে একটু ঝুঁকি নিয়ে হলেও রান যেন করতে পারি। ওদের শুধু রশিদ খান নয়, মুজিবও নতুন বলে বোলিং করে থাকে। সেভাবে পরিকল্পনা করতে এগোতে হবে। আশা করি আমরা পারব। আমাদের ভালো ক্রিকেটার আছে। তারা যদি ক্লিক করে, খুব ভালো একটি সিরিজ হবে।’

টি-টোয়েন্টি ক্রিকেটে রশিদ ধারাবাহিক দ্যুতি ছড়াচ্ছেন অনেক দিন ধরেই। এই আইপিএলে অসাধারণ বোলিং করে তাঁর সতীর্থ মুজিবুর জানান দিচ্ছেন, রশিদের চেয়েও তিনি ভালো! ১০ ম্যাচে ১৪ উইকেট নিয়ে আফগানিস্তানের এই তরুণ স্পিনার আছেন শীর্ষ তিনে। ইকোনমি ৬.৬৯, উইকেট পাচ্ছেন প্রতি ১৬ বল পর পর। সমান ম্যাচে রশিদের (আজ দিল্লি ম্যাচের আগ পর্যন্ত) উইকেট ১৩টি। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই আফগান লেগ স্পিনারের ইকোনমি ৭.১৫। এক ম্যাচে ক্রিস গেইলের তাণ্ডবে শিকার না হলে ইকোনমিটা আরেকটু কমই থাকত।

টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি