ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্যালন ডি’অর জিতছেন সালাহ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ১১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়া বিশ্বকাপে ভালো কিছু করতে না পারলেও লিভারপুলের জার্সিতে গেল মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়েছেন মোহাম্মদ সালাহ। সেই সুবাদে জিতেছেন অসংখ্য পুরস্কারও। আর এবার ব্যালন ডি’অরও জিততে চলেছেন মিসরীয় রাজা।

ক’দিন ধরে ভোট পরিচালনা করে ফ্রান্স ফুটবল অফিসিয়াল ওয়েবসাইট। এতে ফুটবলের সর্বোচ্চ মর্যাদাকর পুরস্কার ব্যালন ডি’অরের জন্য সালাহকেই ভোট দিয়ে বেছে নিয়েছেন ফুটবল ভক্তরা।

এ ভোটে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাদোরর চেয়ে যোজন যোজন এগিয়ে আছেন সালাহ। ৫৩ শতাংশ ভোট পেয়েছেন তিনি। ছোট ম্যাজিসিয়ান পেয়েছেন ২৮ শতাংশ ভোট। আর তার চিরপ্রতিদ্বন্দ্বী সিআর সেভেন পেয়েছেন ৫ শতাংশ ভোট। তবে তুলনামূলক সবচেয়ে কম ভোট পেয়েছেন ফিফা দ্য বেস্ট ও উয়েফা বর্ষসেরা পুরস্কারজয়ী লুকা মদরিচ।  

সালাহ ইতিমধ্যে বগলদাবা করেছেন প্রিমিয়ার লিগ বর্ষসেরা ও গোল্ডেন বুট, পিএফএ, বিবিসি বর্ষসেরা আফ্রিকান ফুটবলার, প্লেয়ার্স প্লেয়ার অব দ্য সিজন, ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন ও লিভারপুল ফ্যানদের বর্ষসেরা পুরস্কার। আর এসব প্রাইজই ব্যালন ডি’অর জয়ের দৌড়ে তাকে এগিয়ে রাখছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি