ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা টেস্টে নিষিদ্ধ গ্যাব্রিয়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৫, ২৩ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আচরণবিধি ভঙ্গের দায়ে টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা পেসার ওয়েস্ট ইন্ডিজের শ্যানন গ্যাব্রিয়েলকে মিরপুর টেস্টে নিষিদ্ধ করেছে আইসিসি।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের সকালে ম্যাচের অষ্টম ওভারে বল করার সময় কটুক্তি করেন গ্যাব্রিয়েল। ইচ্ছাকৃতভাবে ইমরুল কায়েসকে ধাক্কাও দেন। একসঙ্গে ভাঙেন দুই আচরণবিধি। এর মধ্যে বাজে ভাষাটা জরিমানা করে ক্ষমা করা গেলেও ধাক্কাটার জন্য খেসারত দিতে হলো তাকে।

আইসিসির পক্ষ থেকে শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যম জানায় যে, তিনি আচরণবিধির ২.১২ ধারা ভেঙেছেন। আর তাই গ্যাব্রিয়েলকে দুটি ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ ফি`র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। সকালেই আনীত অভিযোগ স্বীকার করে নেন ক্যারিবীয় পেসার। তাই আনুষ্ঠানিকভাবে শুনানি আর দরকার পড়েনি।

এর আগে ২০১৭ সালের পাকিস্তানের বিপক্ষে জ্যামাইকা টেস্টে আচরণবিধি ভেঙ্গে গ্যাব্রিয়েল ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা খান। ডিমেরিট পয়েন্ট পান তিনটি। এই দুই পয়েন্ট মিলিয়ে তার ডি মেরিট পয়েন্ট পাঁচটি। ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি পয়েন্ট পাওয়ায় গ্যাব্রিয়েল তাই এক টেস্ট নিষিদ্ধ। ফলে ৩০ নভেম্বর শুরু মিরপুর টেস্ট খেলতে পারবেন না এই ফাস্ট বোলার। ঢাকা টেস্টে গ্যাব্রিয়েলের বিপক্ষে খেলতে না হওয়া তাই বাংলাদেশের জন্য কিছুটা হলেও স্বস্তির।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি