ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

ভারতের বিপক্ষে আমরাই জিতবো: সৌম্য সরকার

প্রকাশিত : ২৩:৩৪, ২৭ জুন ২০১৯

সেমিফাইনালে ওঠার দৌড়ে এবার ভারতের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। যদিও বিশ্বকাপের এ আসরে এখন পর্যন্ত পরাজয়ের স্বাদ পায়নি কোহলিরা।

তবে ফেভারিট এ দলের বিপক্ষে শীর্ষ চারে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের জয় দেখছেন ওপেনার সৌম্য সরকার। আগামী ২ জুলাই বার্মিংহামে সাবেক চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে সাকিব-মুশফিকরা।

দীর্ঘ বিরতি হওয়ায় মাঠের বাইরে মাশরাফিরা। সময় কাটাচ্ছেন নিজেদের মতো করে। হোটেল রিজেন্সিতে আছেন সৌম্য সরকার, মুশফিক, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক ও লিটন দাস। বৃহস্পতিবার হোটেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সৌম্য সরকার।

বাংলাদেশি এ ওপেনার বলেন, টুর্নামেন্টে তারা আমাদের থেকে এগিয়ে আছে। এ কথা মাথায় নিয়ে খেললে আমরা আগেই হেরে যাবো। তাদের বিরুদ্ধে আমাদের ভালো খেলার রেকর্ড আছে। তাছাড়া বিশ্বকাপে আমরা ভালো খেলছি। তাদের বিপক্ষেও আমরাই জয় পাবো।

সৌম্য সরকার বলেন, বিশ্বকাপের মঞ্চে যে কেউ যেকোন সময় ঘুরে দাঁড়াতে পারেন। এখানে ম্যাচ বাই ম্যাচ খেলতে হয়। আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই তাহলে হবে না, ম্যাচে আমরা অন্যান্য প্রতিপক্ষের মতই গুরুত্ব দিয়ে সেরাটা খেলতে পারলে জয় আমাদেরই হবে।

সৌম্য বলেন, তাদের বোলিং লাইন অনেক শক্তিশালী। সামি, ভুবনেশ্বর কুমার, বুমরার মত বোলার আছে ওদের। যাদের বোলিং আক্রমন অনেক শক্তিশালী। এমনকি বিশ্বসেরা পেস বোলার আছে তাদের।

তাই আমাদের পরিকল্পনাটা সে আলোকেই সাজাতে হবে। কোন দিন কোন বোলার ভালো করবে তা আগে থেকে বলা কঠিন। তবে, ভালো পরিকল্পনা থাকলে সফল হওয়া সম্ভব বলে মনে করেন এ ওপেনার।

সেমিফাইনালে উঠতে হলে বাংলাদেশকে আগামী দুই ম্যাচে জেতার বিকল্প নেই। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলের পারফর্মেন্সের ওপর। তবে দুই জয় পেলে পথটা অনেক সহজ হবে। তাই অন্যের ওপর নির্ভরশীল না হয়ে আগে নিজেদের সেরা খেলাটা দিতে পারাই মূখ্য বিষয় বলে মতো দেন জাতীয় দলের এ ব্যাটসম্যান।

আই/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি