ঢাকা, বুধবার   ১১ সেপ্টেম্বর ২০২৪

টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশের মেয়েরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫১, ২ আগস্ট ২০১৯

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নারী ইমার্জিং দলকে ৬ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল প্রোটিয়া নারীরা।

বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১১৯ রান তোলে বাংলাদেশ নারী ইমার্জিং দল। অধিনায়ত নিগার সুলতানা ৫১ বলে ৪৪ রান করেন। এ ছঅড়া সানজিদা ৪৪ ও ফাহিমা ২৬ রানে অপরাজিত থাকেন।

জবাবে ভ্যান নিকার্কের অপরাজিত হাফ সেঞ্চুরিতে ৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ৪০ বলে ৬ চার ও ১ ছক্কায় এ রান করেন নিকার্ক।

প্রসঙ্গত, এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ এ জেতে বাংলাদেশের মেয়েরা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি