ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

অধিনায়ক হিসেবে সাকিবের বিকল্প নেই: পাপন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ১১ সেপ্টেম্বর ২০১৯

টেস্ট খেলায় সাকিবের আগ্রহ কম, তবে অধিনায়ক হিসেবে তার বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সভাপতি নাজমুল হাসান পাপন। আজ বুধবার মিরপুরের বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
 
এসময় তিনি জানান, এবারের বিপিএল হবে নতুনভাবে।

তিনি বলেন, বদলে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে আগামী আসরকে সামনে রেখে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আগামী বছর। সে উপলক্ষে এবারের আসরের নাম রাখা হচ্ছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। 

সেই সঙ্গে আসরের যাবতীয় খরচ বহন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অর্থাৎ থাকছে না কোনো ফ্র্যাঞ্চাইজি। আগের আসরের সাতটি দলকে নিয়ে নির্ধারিত সূচিতে বিপিএলের সপ্তম আসর শুরু হবে আগামী ৬ ডিসেম্বর। তার আগে ৩ ডিসেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান।

নাজমুল জানান, ফ্র্যাঞ্চাইজি না থাকায় পুরো আসর মাঠে গড়াবে বিসিবির অর্থায়নে। অর্থাৎ প্রতিটি দলের এবং ক্রিকেটারদের খরচ বহন করবে বোর্ড।


টিআর/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি