ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

মাশরাফির বাবা অসুস্থ

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৯, ১২ অক্টোবর ২০১৯ | আপডেট: ০৮:৫১, ১২ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মতুর্জার বাবা গোলাম মর্তুজা স্বপন বুকের ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নড়াইল শহরের মহিষখোলার বাসা থেকে তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নেয়া হয়।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মশিউর রহমান বাবু জানান, গোলাম মর্তুজা স্বপন বুকের ডান পাশের নিচের দিকে ব্যাথা অনুভব করছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাশলপুল জাতীয়কারণে এই ব্যথা অনুভব হয়েছে। বিষয়টি ভালভাবে পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে যশোর সিএমএইচ এ পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন শুক্রবার বিকেল থেকে বুকে ব্যাথা অনুভব করেন। অসুস্থতার খবরে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাশরাফি ভক্তসহ বিভিন্ন পেশার মানুষ তার বাসায় ছুটে আসেন।

আই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি