ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ভারত সফরের জন্য টাইগারদের প্রস্তুতি শুরু আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৭, ২৫ অক্টোবর ২০১৯ | আপডেট: ১০:৫৮, ২৫ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

নিউজিল্যান্ড থেকে আজ শুক্রবার ঢাকায় আসছেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্ট্রোরি। আর বিকালে শুরু হবে ভারত সফরের জন্য প্রস্তুতি ক্যাম্প।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিকাল তিনটায় শুরু হবে অনুশীলন। সিডিউল অনুযায়ী ২৫ অক্টোবর প্রথম দিন রাখা হয়েছিল স্কিল ট্রেনিং। তার আগের দু’দিন ২৩ অক্টোবর ছিল ফিটনেস টেস্ট। খেলোয়াড়দের আন্দোলনের কারণে তা হয়নি।

ধর্মঘট শেষ হওয়ায় মাঠে ফিরছেন তারা। আগামীকাল শনিবার থেকে এনসিএলও খেলবেন তারা। আগামী ৩ নভেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি