ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

গোলাপি বলে চিন্তার ভাঁজ ভারতীয় শিবিরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ২২ নভেম্বর ২০১৯

আজ থেকে ইডেনে পিঙ্ক টেস্ট শুরু। ঐতিহাসিক এই টেস্ট ঘিরে দুই বাংলার ক্রিকেট ভক্তদের মাঝে উন্মাদনা এখন তুঙ্গে ৷ টেস্টকে জনপ্রিয় করার জন্য দিন-রাতের ভাবনা অনেকদিন ধরেই চলছে ৷ 

আগেই জানা গেছে, ইন্দোর থেকে ইডেনের কন্ডিশন অনেকটা আলাদা। মাঠে ঘাস রয়েছে। এরপর রয়েছে শিশিরের প্রভাব। ফলে, বল সুইং ও বাউন্স বেশি হবে। এতে স্পিনাররা তেমন একটা সুবিধা না পেলেও পেস বোলাররা মূল ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। 

কিন্তু, ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছেনা ইন্দোরের মত তিন দিনেই ইডেন টেস্ট শেষ হয়ে যাক। তাই মাঠের ঘাস কিছুটা ছেঁটে ফেলা হয়েছে, যাতে ব্যাটসম্যানরা একটু বাড়তি সুবিধা পান। 

পিচের অবস্থা নিয়ে একদিন আগে বাংলাদেশের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরিও তাই বলেছেন। তার সে কথায় কিছুটা আঁচ করতে পেরে চিন্তার ভাঁজ পড়েছে ভারতীয় শিবিরে। 

প্রথমবারের মত গোলাপি বল হাতে উঠছে বাংলাদেশ ও ভারতীদের। নতুন বলের প্রকৃতি নিয়ে চুলছেঁড়া বিশ্লেষণ চলছে মুমিনুলদের। এবার ম্যাচের আগে সে বল নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কোহলিরাও। 

গোলাপি বলের চ্যালেঞ্জ হতে পারে তাদের জন্যও ৷ ফ্যাক্টর হতে পারে ম্যাচের  প্রথম একঘণ্টা ৷ একদিন আগেই ড্যানিয়েল ভেট্টোরি জানিয়েছিলেন, গোধূলির সময়ে যে শিশির পরবে তা প্রভাব ফেলবে ম্যাচে ৷ সেই কথাতে সহমত হয়েছিলেন কলকাতার ঋদ্ধিমান সাহা ৷ এবার সেই সুরে তাল মিলিয়েছেন ভারতীয় অধিনায়ক। তারও চিন্তায় ইডেনের শিশির ৷

এদিকে খেলার পাশাপাশি এদিন ইডেনে আরো যা যা হবে তা নিয়েও উত্তাপ বাড়ছে ৷ ইতোমধ্যে কোলকাতায় পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ১০টার দিকে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অবতরণ করেন তিনি। 

ইডেনের উদ্বোধনীতে মাঠে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷  ঘণ্টা বাজিয়ে ইডেনের গোলাপি যাত্রার উদ্বোধন করবেন তারা। যোগ দেবেন জমকালো অনুষ্ঠানেও। তাদের পাশাপাশি থাকবেন কপিলদেব, সচিন টেন্ডুলকার, মেরি কম, সানিয়া মির্জা, পিভি সিন্ধু, অভিনব বিন্দ্রারমত বিশ্বের নামকরা সব তারকা খেলোয়াড়।  

এআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি