ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

এবারও মার্কা অ্যাওয়ার্ডে মেসির জয়জয়কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০১, ১৭ ডিসেম্বর ২০১৯

স্প্যানিশ ক্রীড়া দৈনিক দ্য মার্কা ফুটবল অ্যাওয়ার্ড প্রদান করেছে। বরাবরের মতো এবারও এখানে লিওনেল মেসির জয়জয়কার। লা লিগার ২০১৮-১৯ মৌসুমের বর্ষসেরা ফুটবলার (ডি স্তেফানো অ্যাওয়ার্ড) ও সর্বাধিক গোলদাতার (পিচিচি অ্যাওয়ার্ড) পুরস্কার উঠেছে মেসির হাতে। 

এবার নিয়ে টানা তৃতীয়বারের মতো দুটো খেতাব একসঙ্গে জিতলেন মেসি। সব মিলিয়ে ক্যারিয়ারে সপ্তমবারের মতো ডি স্তেফানো ও ষষ্ঠবারের মতো পিচিচি অ্যাওয়ার্ড ওঠলো সুপারস্টার মেসির হাতে।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার জার্সিতে ২০১৮-১৯ মৌসুমটা দুর্দান্ত কেটেছে এই ফরোয়ার্ডের। লীগে ৩৬টি গোল আসে মেসির পা থেকে। তাতে টানা দ্বিতীয়বারের মতো লা লিগার শিরোপা জেতে বার্সা। এর আগে ব্যালন ডি অর, ফিফা দ্য বেস্ট ও ইউরোপিয়ান গোল্ডেন স্যু জিতেছেন লিওনেল মেসি।

যদিও পুরস্কার প্রদান অনুষ্ঠানে লিওনেল মেসি উপস্থিত ছিলেন না। তবে তিনি ভিডিও’র মাধ্যমে মার্কা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

অন্যদিকে টানা তৃতীয়বারের মতো লা লিগার বর্ষসেরা গোলরক্ষকের (জামোরা প্রাইজ) পুরস্কার গ্রহণ করেন অ্যাটলেটিকো মাদ্রিদের ইয়ান ওবলাক। লীগে ৩৭ ম্যাচে ২০টি ক্লিনশিট রাখেন ওবলাক। সেরা কোচ (মিগুয়েল মুনোজ অ্যাওয়ার্ড) নির্বাচিত হন হোসে বোরদালাস ও দিয়েগো মার্টিনেজ।

স্প্যানিশ জাতীয় দলের হয়ে ১৭০টি ম্যাচ খেলে ইতিহাস তৈরি করায় সার্জিও রামোসকে পুরস্কৃত করা হয়। যদিও লা লিগায়   রিয়াল মাদ্রিদের হয়ে খেলে থাকেন রামোস।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি