ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

শাদাব ঝড়ে ঢাকার সম্মানজনক স্কোর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪২, ১৩ জানুয়ারি ২০২০

বঙ্গবন্ধু বিপিএলে রাউন্ড রবিন লিগের পর একদিন বিরতি শেষে আজ সোমবার থেকে শুরু হলো শেষ চারের লড়াই। ফাইনালে ওঠার বাঁচা-মরার লড়াইয়ে দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৪৪ রান সংগ্রহ করেছে ঢাকা প্লাটুন।

ঢাকাকে বিদায় করতে চট্টগ্রামের দরকার ১৪৫ রান। গুরুত্বপূর্ণ এ ম্যাচে হারলেই বিদায়। আর জিতলেও মিলবে না ফাইনালের টিকিট। খেলতে হবে কোয়ালিফায়ার-২’র ম্যাচ।

তাই গুরুত্বপূর্ণ এ ম্যাচে নিজেদের একাদশে পরিবর্তন এনেছে দুই দলই। চট্টগ্রামে এসেছেন আসেলা গুনারাত্নে ও মেহেদী হাসান রানা, বাদ পড়েছেন লিয়াম প্লাঙ্কেট ও জুনায়েদ সিদ্দিকী। অন্যদিকে, ঢাকার একাদশ থেকে বাদ পড়েছেন ফাহিম আশরাফ, সুযোগ পেয়েছেন লুইস রিস।

মিরপুর-শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এ ম্যাচ টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।  

ব্যাট করতে নেমে এ ম্যাচেও হতাশায় ডোবান অভিজ্ঞ তামিম ইকবাল। দলীয় ১৫ রানের মাথায় রুবেল হোসেন বলে স্ট্যাম্প ভাঙে তার। ফেরেন মাত্র ৩ রান করে।

তামিমের বিদায়ের পরই ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার এনামুল হক বিজয়। পরের ওভারেই ডাক পারেন লুইস রিসি।

সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন মেহেদি হাসান। কিন্তু ইমরিতের বলে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। একই পথে হাটেন জাকির আলীও।

তবে এ ম্যাচেও ঢাকার হাল ধরার চেষ্টা করছেন ঠাণ্ডা মাথার খেলোয়ার মমিনুল হক। তবে ৩১ রান করে সেও নুরুল হাসানের হাতে ক্যাচ তুলে দেন।

আসিফ আলি ৫ রান করেই সাজঘরে ফেরেন। থিসারা পেরেরা করেন ২৫ রান। বিধ্বংসী ব্যাটিংয়ে ৬৪ রান করে অপরাজিত থাকেন শাদাব খান।

ঢাকা একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, মুমিনুল হক, থিসারা পেরেরা, শাদাব খান, জাকের আলি, আসিফ আলি, লুইস রিস, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), হাসান মাহমুদ।

চট্টগ্রাম একাদশ: ক্রিস গেইল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), চ্যাডউইক ওয়ালটন, নুরুল হাসান সোহান, আসেলা গুনারাত্নে, জিয়াউর রহমান, মেহেদী হাসান রানা, রায়াদ এমরিট, নাসুম আহমেদ ও রুবেল হোসেন।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি