ঢাকা, বুধবার   ১১ সেপ্টেম্বর ২০২৪

বিপিএল ফাইনালে থাকবেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৫, ১৭ জানুয়ারি ২০২০

বঙ্গবন্ধু বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করবেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কেভিন রবার্টস।

বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান, মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেভিনকে নিমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই সময় এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচ আয়োজিত হবে। কিন্তু সে সময় ভারত সফরে ব্যস্ত থাকবেন বলে জানিয়েছেন কেভিন। ফলে বিপিএলের ফাইনালে হাজির হচ্ছেন তিনি।

এদিকে সিএ’র প্রধান নির্বাহী ছাড়াও রাজশাহী রয়্যালস ও খুলনা টাইগার্সের মধ্যকার ফাইনাল ম্যাচটি উপভোগ করবেন ক্রিকেট শ্রীলঙ্কার (এসএলসি) সহসভাপতি রবিন বিক্রমারত্নে। তিনি অবশ্য কদিন আগেই ঢাকায় এসেছেন। তবে দুজনকেই অনানুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে বিসিবি। ফলে ম্যাচ উপভোগের পাশাপাশি বাড়তি কোনো বৈঠকের সম্ভাবনা নেই।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি