ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

অপরাধ করে পার পাওয়া যাবেনাঃ ঢাকা মহানগর পুলিশ কমিশনার

প্রকাশিত : ১৯:২৪, ২৮ জুন ২০১৬ | আপডেট: ১৯:২৪, ২৮ জুন ২০১৬

Ekushey Television Ltd.

ঢাকা শহরে অপরাধ করে পার পাওয়া যাবেনা বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। আগামী দু’বছরের মধ্যে সিঙ্গাপুরের মতো সরকারী-বেসরকারী উদ্যেগে পুরো ঢাকা শহর সিসিটিভি ক্যামেরার আওতায় আনা সম্ভব বলে জানান তিনি। মঙ্গলবার সকালে রাজধানী মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে অনুষ্ঠিত আইন-শৃংখলা ও ট্রাফিক ব্যবস্থাপনা- সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এবারের ঈদে টানা নয় দিনের ছুটিতে রাজধানীর নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। নগরীর মার্কেট, লঞ্চ,বাস টার্মিনাল ও রেলস্টেশনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ডিএমপি প্রধান। সব বাসা-বাড়ি, অফিসে সিসি টিভি ক্যামেরা বসানোর আহ্বান জানিয়ে ডিএমমি কমিশনার বলেন, উন্নত দেশের বড় বড় শহরের মতো ঢাকা শহরও সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। আইন-শৃংখলা রক্ষা, অপরাধী আর জঙ্গী দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান ডিএমপি কমিশনার। আগামী ছয় মাসে রাজধানীর ঢাকায় সব ভাড়াটের ডেটাবেইস অর্থাৎ তথ্যভান্ডার তৈরীর কাজ শেষ হবে বলে জানান ডিএমপি কমিশনার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি