ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

অবশেষে বাড়ি ফিরেছে ভারমুক্ত মুক্তামনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৮, ২৩ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:৩০, ২৩ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনি এখন ভারমুক্ত। গ্রামের লোকজনের উদ্বেগ আর উৎকণ্ঠার দিন কাটিয়ে অবশেষে শুক্রবার সন্ধ্যা ৭টায় বাড়ি ফিরেছে সে।

ছয় মাস আগের মুক্তামনি আর আজকের মুক্তামনি এক নয়। এখন তার বিরল রোগটি বিদায় নিয়েছে। মার্বেলের মতো একটি ছোট গোটা থেকে বৃক্ষমানবের মতো গজিয়ে ওঠা তার ডান হাতটি পচে উঠেছিল। হাতের ক্ষতস্থানে পোকা জমেছিল। মুক্তার রোগকে ঘৃণা করত আত্মীয়স্বজনও। কিন্তু সেদিনের অবসান ঘটেছে। তবে মুক্তা এখনো পুরোপুরি সুস্থ নয়। তাই মুক্তামনিকে ডাক্তাররা এক মাসের ছুটি দিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় সময় কাটিয়ে বেশ চটপটে হয়েছে সে। তার চিকিৎসার দায়িত্ব নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে সে।

মুক্তামনির বাবা মো. ইব্রাহিম বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছিলেন বলেই মেয়ের চিকিৎসা সম্ভব হলো।

পচে ওঠা ভারী হাত নিয়ে গত ১০ জুলাই মুক্তামনিকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে। দেহের ক্ষতস্থানে বায়োপসি করে তার রক্তনালিতে টিউমার ধরা পড়ে। পরে তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য একটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখার পর সিঙ্গাপুর হাসপাতাল মুক্তার চিকিৎসায় তাদের অস্বীকৃতির কথা জানিয়ে দেয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামনির চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন। অবশেষে বাংলাদেশের ডাক্তাররাই মুক্তামনির বিরল রোগ নিরাময়ে সাহসী সিদ্ধান্ত নেন। চিকিৎসার পর সে অনেকাংশে সুস্থ হয়ে যায়।

 

একে/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি