ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

অবৈধ অনুপ্রবেশ : পবায় তিন বিএসএফ সদস্য আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪০, ২৫ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার ভোররাতে রাজশাহীর পবা উপজেলার চরমাঝারদিয়াড় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করায় তাদেরকে আটক করা হয়।

আটক ব্যাক্তিরা হলেন- এসআই হরনাথ সিং, কনস্টেবল রাকেশ কুমার ও সন্তোষ কুমার। তাঁরা ভারতের হাড়-ডাঙা ক্যাম্পে কর্মরত। ঘন কুয়াশার কারণে  পথ ভুলে বাংলাদেশে ঢুকে পড়েছেন বলে তাঁরা দাবি করেন।

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়ন আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে। বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইফতেখার শামীম আল মাসুদ বলেন, বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে। পরে তাঁদের আটক করে বিষয়টি বিএসএফের ৮৪ ব্যাটালিয়নের কমান্ডারকে অবহিত করা হয়েছে।

পতাকা বৈঠকের পর আটক ব্যাক্তিদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

একে// এআর

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি