ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

অভিজাত শপিংমলের অধিকাংশ পোশাকই বিদেশ থেকে আমদানী করা

প্রকাশিত : ০৯:৫৮, ১ জুলাই ২০১৬ | আপডেট: ০৯:৫৮, ১ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

প্রতিটি উৎসবে রাজধানীর অভিজাত শপিংমলগুলো সাজানো হয় আলাদা ঢংয়ে। এবার ঈদেও সাজানো হয়েছে বিদেশী পোশাক দিয়ে। সাধারণ মানুষের কাছে দাম চড়া হলেও, উচ্চবিত্তের হাতের নাগালেই রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। ফ্যাশনের বৈচিত্র প্রকাশ পায় পোশাকে। তবে, নানা আঙ্গিক আর বাহারী নকশার জন্য ক্রেতাকে দিতে হয় চড়া দাম। অভিজাত শপিংমলের অধিকাংশ পোশাকই বিদেশ থেকে আমদানী করা। শুল্ক পরিশোধের পর স্বভাবতই দাম আরো বাড়ে। তবে, গুণগতমানের জন্য ক্রেতারা দাম নিয়ে খুব বেশি ভাবেন না। ক্রেতাদের চাহিদা পূরণে সারাবছরই সচেষ্ট থাকে এ’সব ফ্যাশন হাউজ। বিক্রেতারা জানালেন, আবহাওয়া অনুযায়ি পরিবর্তন আনা হয় পোশাকে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি