ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

অ্যাস্টন ভিলাকে হারিয়ে চতুর্থ রাউন্ডে লিভারপুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৩, ৯ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ে চুতর্থ রাউন্ডে ওঠা নিশ্চিত হলো তাদের। যদিও এই ম্যাচে করোনায় আক্রান্ত হয়ে অ্যাস্টন ভিলার প্রথম সারির বেশ কয়েকজন ফুটবলার মাঠের বাইরে ছিল।

শুক্রবার রাতে ভিলা পার্কে অ্যাস্টন ভিলার বিপক্ষে অলরেডদের হয়ে জোড়া গোল করেছেন সাদিও মানে। গোলের দেখা পেয়েছেন জর্জিনিও ভেইনালদেম ও মোহাম্মদ সালাহ। ভিলার হয়ে একমাত্র গোলটি আসে লুইয়ি ব্যারির পা থেকে।

ম্যাচের ৪ মিনিটেই সাদিও মানের গোলে এগিয়ে যায় লিভারপুল। আর ৪১ মিনিটে পাল্টা আক্রমণে ভিলার ১৭ বছর বয়সী ইংলিশ ফুটবলার লুইয়ি ব্যারি গোল করে সমতা ফেরান। প্রথমার্ধে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় উভয় দল।

বিরতি থেকে ফিরে ৫ মিনিটের ব্যবধানে ভিলাকে তিন গোল দেয় জার্গেন ক্লপের শিষ্যরা। ৬০ মিনিটে ভেইনালদেম গোল করে এগিয়ে নেন দলকে। ৬৩ মিনিটে হেডে সাদিও মানে গোল করে ৩-১ ব্যবধান বাড়ায়। আর ৬৫ মিনিটে মোহাম্মদ সালাহর নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান হয় ৪-১।

শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে জার্গেন ক্লপের শিষ্যরা। ২৩ জানুয়ারি চতুর্থ রাউন্ডের ম্যাচে মাঠে নামবে লিভারপুল।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি