ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আইআরএফ‘র সভাপতি মওলা-সম্পাদক সুমন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৬, ৮ এপ্রিল ২০২১ | আপডেট: ১৬:০৬, ১০ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

বিমাখাতের সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আগামী দুই বছরের জন্য (২০২১-২২) গঠিত নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা ট্রিবিউনের গোলাম মওলা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউজবাংলার মো. সাখাওয়াত হোসেন সুমন।

শনিবার (১০ এপ্রিল) এক ভার্চুয়াল প্লাটফর্মে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আলী রিয়াজ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক আলী ইব্রাহিম (দৈনিক ভোরের কাগজ), অর্থ সম্পাদক আব্দুর রহমান (ইন্স্যুরেন্স নিউজ বিডি), সাংগঠনিক সম্পাদক রহমান আজিজ (দৈনিক ঢাকা টাইমস), দফতর সম্পাদক জাকির হোসেন (দৈনিক আজকালের খবর), প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. আখতারুজ্জামান (দৈনিক সংগ্রাম)।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- রেজাউল হক কৌশিক (দৈনিক ইত্তেফাক), রহিম শেখ (দৈনিক জনকণ্ঠ), গাজী আনোয়ারুল হক (নিউ নেশন), মরিয়ম সেজুতি (দৈনিক ভোরের কাগজ), মাসুদ মিয়া (দৈনিক আমাদের নতুন সময়), রিজাউল করিম (ইটিভি অনলাইন) এবং সালাহ উদ্দিন মাহমুদ (দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড)।

অনুষ্ঠিত সভায় সংগঠনের বিদায়ী সভাপতি রেজাউল হক কৌশিক সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক রহিম শেখ। এছাড়াও নির্বাচন পরিচালনার পাঁচজন সিনিয়র সদস্য নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন। এরা হলেন, আইআরএফ‘র প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সামদানী, সদ্য বিদায়ী কমিটির সভাপতি রেজাউল হক কৌশিক, সাধারণ সম্পাদক রহিম শেখ, সিনিয়র সদস্য মনির হোসেন ও আবু আলী নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন। পরে অনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করেন রেজাউল হক কৌশিক।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি