ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

আইনে নিষিদ্ধ থাকলেও নির্বাচনী প্রচারণায় জবি ট্রেজারার

জবি সংবাদদাতা

প্রকাশিত : ১৫:১৩, ৮ অক্টোবর ২০২০

আইনে নিষিদ্ধ থাকলেও নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ। কুমিল্লার দাউদকান্দির উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের পক্ষে প্রচারণা চালিয়েছেন তিনি।

গতকাল বুধবার ট্রেজারার নিজে তার ফেসবুক টাইমলাইনে দাউদকান্দিতে নৌকার পক্ষে প্রচারণা করেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ক্যাপশন দিয়ে দুটি ছবি আপলোড দেন। যা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ ও উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর পরিপন্থী। 

জবি ট্রেজারারের এমন কর্মকাণ্ডের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন ট্রেজারার হয়ে কোন প্রার্থীর পক্ষে ভোট চাইতে পারেন কী-না সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। 

এ বিষয়ে জানতে চাইলে দাউদকান্দি উপজেলা নির্বাচন অফিসার আশরাফুন নাহার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একজন ট্রেজারার হিসেবে কেউ নির্বাচনী প্রচারণা অংশগ্রহণ করতে পারেন না। এটা প্রচলিত আইনের পরিপন্থী। এ বিষয়ে কেউ রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ বলেন, ‘আমি ২০০৮ সালেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা করেছি। আমি একজন শিক্ষক নেতা হিসেবে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারি। তবে আমি দাউদকান্দি উপজেলা পরিষদের নির্বাচনে প্রচারণায় অংশগ্রহণ করিনি। শুধুমাত্র প্রার্থীর সঙ্গে মতবিনিময় করতে গিয়েছিলাম।’

এআই/এমবি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি