ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

আজ থেকে পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৬, ৩১ মে ২০২১

Ekushey Television Ltd.

করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের কারণে ব্যাংক লেনদেনের সময় কমানোর কারণে কমেছিল পুঁজিবাজারে লেনদেনেরে সময়। তবে ব্যাংকের লেনদেন এখনো স্বাভাবিক না হলেও আজ সোমবার থেকে পুঁজিবাজারে স্বাভাবিক নিয়মে চলবে লেনদেন।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যে জানা যায়, আজ সোমবার থেকে দেশের দুই পুঁজিবাজারে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত একটানা সাড়ে চার ঘণ্টা লেনদেন হবে।

করোনার কারণে গত বছরের ২৬ মার্চ থেকে পুঁজিবাজারের লেনদেন একটানা ৬৬ দিন বন্ধ ছিল। দীর্ঘ এ বন্ধের পর ৩১ মে বিএসইসির নতুন কমিশনের হাত ধরে আবার লেনদেন শুরু হয়। তবে লেনদেনের সময় কমে আসে। করোনার আগে স্বাভাবিক সময়ে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হয়।

এর মধ্যে দিয়ে এক বছরের বেশি সময় পরে স্বাভাবিক লেনদেনে ফিরছে পুঁজিবাজার।

সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের মেয়াদ আরও সাত দিন বাড়িয়ে ৬ জুন পর্যন্ত করা হয়েছে। নতুন এ নির্দেশনায় ব্যাংকিং কার্যক্রম আরও আধা ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরে ব্যাংকের লেনদেনের সময় বাড়ানোর পর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা লেনদেন বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি