ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

আজ বেগম রোকেয়া দিবস

প্রকাশিত : ১১:৪২, ৯ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১১:৪২, ৯ ডিসেম্বর ২০১৬

আজ বেগম রোকেয়া দিবস। প্রতিবছর নানা আয়োজনে দিবসটি পালিত হলেও জন্মস্থান রংপুরে এখনো অবহেলায় পড়ে আছে তার স্মৃতিগুলো। ১২ বছর ধরে বন্ধ হয়ে আছে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র। প্রধানমন্ত্রী আর আদালতের নির্দেশের ৮ মাসেও চালু হয়নি এটি। সংস্কার হচ্ছে না বসতভিটা, তাই এসব নিয়ে ক্ষোভ রয়েছে রংপুরবাসীর মনে। নারী জাগরনের অগ্রদুত বেগম রোকেয়া জন্মেছিলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে। পুরো অঞ্চল জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে তার অসংখ্য স্মৃতি। বেগম রোকেয়ার স্মৃতি ধরে রাখা, সুবিধা বঞ্চিত নারীদের পুনর্বাসন এবং তার জীবন আর গ্রন্থ নিয়ে গবেষনার জন্য ৫ কোটি টাকা ব্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রাবন্দে নির্মান করেন একটি স্মৃতি কেন্দ্র। ২০০১ সালে এর উদ্বোধন করা হয়। পরবর্তী সরকারের আমলে ২০০৪ সালে বন্ধ করে দেয়া হয় স্মৃতি কেন্দ্রের কার্যক্রম। এনিয়ে হ্ইাকোর্টে রীট আবেদন করা হলে, ৮ মাস আগে কেন্দ্রটি বাংলা একাডেমির ততা¡বধানে চালু এবং কর্মচারীদের বেতন ভাতা প্রদানের নির্দেশ দেন আদালত। এতে সম্মতি জানান প্রধানমন্ত্রীও। কিন্তু এখনো নেয়া হয়নি কোনো উদ্যোগ। এদিকে প্রতিষ্ঠানটি কবে চালু হবে তা জানাতে পারেননি খোদ জেলা প্রশাসকও। অবিলম্বে স্মৃতি কেন্দ্রটি চালু এবং বেগম রোকেয়ার বসত ভিটা সংরক্ষনের দাবি রংপুরবাসীর।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি