ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪

আদ্রিয়ানোর জন্মদিন আজ

প্রকাশিত : ১৮:৩১, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৩১, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

ব্রাজিলিয়ান ফুটবল তারকা আদ্রিয়ানো লেইটে রিবেইরো। খেলেছেন জাতীয় দল ও ক্লাব পর্যায়ে। এই তারকা ফুটবলেরারের জন্ম ১৯৮২ সালের ১৭ই ফেব্রুয়ারী ব্রাজিলের বহুল পরিচিত রিও ডি জেনেরিও শহরে। আদ্রিয়ানো নামেই পরিচিত ফুটবল বিশ্বের কাছে। অন্য দশজন ব্রাজিলিয়ান তারকার মত ছোটবেলা থেকেই ফুটবলে হাতে খড়ি। অল্প সময়ে ভাল করায় ব্যাপক সুনাম ছড়িয়ে পড়ে। আর স্কুল ভিত্তিক প্রতিযোগীতায় ব্যাপক গোল করলে ডাক পান পেশাদার ফুটবলে। বিশেষ করে গোল করার দক্ষতায় তাঁকে স্ট্রাইকার হতে দারুন আত্মবিশ্বাস যোগায়। জনপ্রিয় এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের পেশাদার ফুটবলে অভিষেক হয় ১৯৯৭ সালে। ফ্লাম্যাঙ্গো ছাড়াও তিনি ফিওরেন্তিনা, র্পাধসঢ়;মা, রোমাসহ বিভিন্ন ক্লাবে খেলেছেন। ১৯৯৯ সালে খেলতেন ফ্লাম্যাঙ্গো ক্লাবে। এক বছরের মধ্যে ডাক পান ব্রাজিল জাতীয় দলে। ২০০০ সালের ২রা ফেব্রুয়ারী জাতীয় দলে নাম লেখান আদ্রিয়ানো। সেখানে ১০ বছরের ক্যারিয়ারে তিনি দলকে এনে দিয়েছেন অসংখ্য সাফল্য। ২০১০ এর ফিফা বিশ্বকাপের ২৪ জনের দল থেকে ইনজুরির কারণে দুজনকে বাদ দেয়া হয়। যেখানে তিনিও ছিলেন। ফলে অনেকটা ক্ষোভ নিয়েই দল ছাড়েন গোল্ডেন বুট জয়ী আদ্রিয়ানো। তাঁর সময়ে অনেক মেধাবী ফুটবলার ছিলেন তিনি। তবে, তাঁর অনিয়ন্ত্রিত জীবন তাঁকে অল্প সময়ে ফুটবল থেকে ছিটকে দেয়। মেধার যতœ নিলে হয়তো আরো অনেকদিন ফুটবলের সাথে থাকতে পারতেন এই মেধাবী ফুটবলার।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি