ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪০, ২৯ আগস্ট ২০২২ | আপডেট: ১৬:৪৪, ২৯ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ফতুল্লার আকবর নগর গ্রামে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ককটেল বিস্ফোরণসহ ঘটানো হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ  করে। এরপরে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ আহত হয়েছে পাঁচজন। তাদেরকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আকবর নগরের সামেদ আলী বাহিনী ও জাকির বাহিনীর মধ্যে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ককটেল বিস্ফোরণ করে একে অপরের দিকে ইট পাটকেল ও টেটা নিক্ষেপ করে।

ফতুল্লা থানসার অফিসার ইনচার্জ ওসি রেজাউল হক জানান, দুই গ্রুপের সংঘর্ষ থামাতে গেলে তাদের উপর ইটপাকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি