ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

আন্তর্জাতিক যুব দিবসে ইয়ামাহা রাইডার্স ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫২, ১২ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

ইয়ামাহা রাইডার্স ক্লাব এর উদ্যোগে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার ও টিকা নেওয়ার প্রয়োজনীয়তা এবং ডেংগু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) ‘আন্তর্জাতিক যুব দিবস’ উপলক্ষে ইয়ামাহা রাইডার্স ক্লাব দেশব্যাপী করোনা ও ডেংগু সংক্রমণ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে এ কার্যক্রম পরিচালনা করে।

ইয়ামাহা রাইডার্স ক্লাব ইয়ামাহা মোটরসাইকেল ব্যবহারকারীদের নিয়ে গঠিত বাংলাদেশের সবচেয়ে বড় বাইকিং কমিউনিটি। যারা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে সাথে সমাজসেবামূলক কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করে থাকে। দেশব্যাপী যাদের রয়েছে ৩ হাজারেরও বেশি নিবন্ধিত সদস্য।

এছাড়াও করোনা রোগীদের সাহায্যে ঢাকার তেজগাঁয়ে আবস্থিত ইয়ামাহা ৩এস সেন্টারের সামনে আয়োজন করে স্বেচ্চায় রক্তদান কর্মসূচীর।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি