ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

আফগানিস্তানকে গুড়িয়ে দিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ২৯ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

আফগানিস্তানকে ৬ উইকেটে পরাজিত করে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। আজ নিউজিল্যান্ডের ক্রাইস্টাচার্চের হেগলে ওভালে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আফগানিস্তানকে ৬ উইকেটে পরাজিত করে ফাইনালে ওঠে।

অসিদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। কিন্তু অজি বোলারদের তোপের মুখে আফগানদের ইনিংস ৪৮ ওভারে ১৮১ রানেই গুটিয়ে যায়।
জবাবে মাত্র চার উইকেট হারিয়ে ৭৫ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়ান যুবারা। অসি অল রাউন্ডার জোনাথন মারলো ২৪ রানে নিয়েছেন ৪ উইকেট। উদ্বোধনী ব্যাটসম্যান জ্যাক এডওয়ার্ডস ৬৫ বলে ৮টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সহায়তায় সর্বোচ্চ ৭২ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন।

আগামীকাল ভারত বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিজয়ী দলের সঙ্গে আগামী শনিবার ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

সূত্র: গার্ডিয়ান
এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি