ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

আফগানিস্তানে পারদ নেমেছে - ৩৩ ডিগ্রিতে, ৭০ মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ১৯ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১৩:৫৯, ১৯ জানুয়ারি ২০২৩

আফগানিস্তানে গেল এক সপ্তাহে তীব্র শীতে কমপক্ষে ৭০ জন মারা গেছেন। বৈরি আবহাওয়ায় প্রায় ৭০ হাজার গবাদি পশুরও মৃত্যু হয়েছে। দেশটিতে গেল সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, চরম প্রতিকূল আবহাওয়ায় দারিদ্র্যপীড়িত দেশটিতে মানবিক সংকট সৃষ্টি হয়েছে।  

গত দুই সপ্তাহে দেশটির বেশ কয়েকটি প্রদেশে এই বৈরি আবহাওয়া বিরাজ করছে।  

দেশটির আবহাওয়া অফিসের প্রধান মো. নাসিম মুরাদি বলেন, “সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এবছর শীতকালে ঠাণ্ডার পরিমাণ সবচেয়ে বেশি।“

আরও এক থেকে দুই সপ্তাহ আবহাওয়া এমন থাকবে বলেও জানান মুরাদি। 

আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই আবহাওয়া নিহতদের স্বজন ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

এক টুইটে তিনি লেখেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বোচ্চ সাহায্য করার আদেশ দেওয়া হয়েছে। আরও প্রাণহানি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।“

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুর্যোগের যেসব ছবি কিংবা ভিডিও ঘুরে বেড়াচ্ছে তাতে দেখা যায়, অতিরিক্ত তুষারপাতে কেন্দ্রীয় এবং উত্তরাঞ্চলের বেশকিছু প্রদেশের  কোথাও কোথাও রাস্তা বন্ধ হয়ে গেছে। 

তালিবান সরকার আসার পর এটি আফগানিস্তানে দ্বিতীয় শীতকাল। ২০২১ সালের আগস্টে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকেই দেশটিতে মানবিক সংকট চলছে। দেশটির অর্ধেক জনগণই খাদ্য সঙ্কটে ভুগছে। সেই পরিস্থিতিকেই আরও তীব্র করে তুলেছে প্রচণ্ড শীত। 

এই পরিস্থিতিতে তালিবান সরকার বিভিন্ন সংস্থায় নারীদের কাজে নিষেধাজ্ঞা দেয় এবং এর প্রতিবাদে গেলো মাসেও দেশটি থেকে নিজেদের কার্যক্রম উঠিয়ে নিয়েছে অনেক এনজিও। এতে পরিস্থিতি আরও প্রতিকূলে চলে গেছে। 

সূত্র: আল জাজিরা

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি