ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে হামলা, নিহত ৪০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩০, ২৪ সেপ্টেম্বর ২০১৯

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে সরকারি বাহিনীর গুলিবর্ষণে অন্তত ৪০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। অনুষ্ঠানের নিকটবর্তী এলাকায় তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাতে গেলে এসব ব্যক্তি দুর্ঘটনাবশত নিহত হয় বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।

স্থানীয় আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হেলমান্দ প্রদেশের মুসা কালা জেলায় একটি বিয়ের অনুষ্ঠানের কাছে একটি বাড়িতে অভিযান চালানোর সময় এসব হতভাগ্য ব্যক্তি প্রাণ হারান। বাড়িটি তালেবান জঙ্গিদের প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে তারা দাবি করেছেন।

হেলমান্দ প্রাদেশিক পরিষদের সদস্য আতাউল্লাহ আফগান জানিয়েছেন,  হামলায় ৩৫ বেসামরিক ব্যক্তি নিহত এবং ১৩ জন আহত হয়। এসব ব্যক্তি মুসা কালা জেলার খাকসার এলাকায় হামলার স্থলের কাছাকাছি অবস্থিত একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান করেছিলেন। পরিষদের আরেক সদস্য আব্দুল মজিদ নিহতের সংখ্যা ৪০ জন বলে জানিয়েছেন।  

“আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি বাহিনীর অভিযানে বিদেশী নাগরিকসহ তালেবান গোষ্ঠীর ২২ সন্ত্রাসী নিহত হওয়ার পাশাপাশি ১৪ জনকে আটক করা হয়েছে। বেসামরিক ব্যক্তি নিহতের ঘটনায় তদন্ত চালানো হবে বলেও মন্ত্রাণালয় জানিয়েছে।

সূত্র: পার্সটুডে

আই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি