ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

আভিভা ফাইন্যান্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ২১ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

আভিভা ফাইন্যান্স লিমিটেডের আনুষ্ঠানিক যাত্রা শুরু আজ থেকে যা আগে রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড নামে পরিচিত ছিল।

 উল্লেখ্য যে, রিলায়েন্স ফাইন্যাস লিমিটেড বিগত ১৯ নভেম্বর ২০২০ বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের মাধ্যমে নতুন নামে এবং শরীয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম করার অনুমোদন পেয়েছে।

অনুষ্ঠানে আভিভার চেয়ারম্যান মো. সাইফুল আলমের বক্তব্য পাঠ করে শোনানো হয়, যেখানে চেয়ারম্যান আভিভার নতুন যাত্রায় সকলকে একসঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ক্সসয়দ আবদুল্লাহ মোহাম্মদ সালেহ- নির্বাহী কমিটির চেয়ারম্যান ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে আভিভার উদ্বোধন করে বলেন, বাংলাদেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখবে আভিভা ফাইন্যান্স, যেখানে ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার, অতিরিক্ত-ব্যবস্থাপনা পরিচালক তাহের আহমেদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান সহ প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মকর্তা সহ সমাজের বিভিন্ন গন্য মান্য ব্যাক্তিবর্গ যোগদান করেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি