ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

আরামকো হামলা মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে দিয়েছে: হিজবুল্লাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ২৩ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৭:০১, ২৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় হুথিদের হামলার পর মধ্যপ্রাচ্যে মার্কিন বিরোধী সমীকরণ বদলে গিয়েছে জানিয়েছেন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের ডেপুটি চেয়ারম্যান শেখ নাবিল কাউক।

আরামকো স্থাপনায় হামলার এক সপ্তাহ পর গতকাল (রোববার) হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের নেতা এ বক্তব্য দিয়েছেন। ইয়েমেনিদের ড্রোন হামলার পর সৌদি আরবের তেল উৎপাদন একেবারে অর্ধেকে নেমে গেছে।

এ প্রসঙ্গে শেখ নাবিল কাউকে বলেন, সৌদি তেল স্থাপনায় ইয়েমেনের হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে যা আমেরিকা এবং তার আঞ্চলিক ক্রেতাদের জন্য অনুকূল নয়।

তিনি আরো বলেন, সৌদি আরব এখন হতাশ হয়ে পড়েছে কারণ তারা মার্কিন সমর্থন লাভের আশায় আমেরিকা থেকে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র কিনেছে। কিন্তু তাদের এই সমস্ত প্রচেষ্টা এখন ব্যর্থ হয়ে গেছে। ড্রোন হামলার পর মার্কিন প্রশাসন বিব্রত এবং অনেকটা হতবিহ্বল।

ইয়েমেনি ড্রোনের নিখুঁত এবং ভয়াবহ হামলার ঘটনায় ইসরাইলও সতর্ক হয়ে গেছে। আরামকো হামলার পর তারা নিজেরাও এ ধরনের হামলার ভয়ে রয়েছে বলে মন্তব্য করেন শেখ নাবিল কাউক।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি