ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

আল-আরাফাহ্ ব্যাংকের মাসিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ২৩:১৩, ১০ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি.এর মাসিক ব্যবসা পর্যালোচনা সভা ১০ ফেব্রুয়ারি রোববার ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল করিম,মুহাম্মদ মাহমুদুল হক, এস.এম. জাফর এবং মোহাম্মদ জুবায়ের ওয়াফাসহ শীর্ষ নির্বাহীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ, জোনাল হেডগণ এবং নির্ধারিত শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী শাখা ব্যবস্থাপকগণকে ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে টার্গেট অর্জনের প্রতি মনোযোগী হওয়ার নির্দেশ দেন।

তিনি বলেন, আমানত ও মানসম্পন্ন বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি গ্রাহক সেবায় শাখা সমুহকে আরও আন্তরিক হওয়ার মাধ্যমে উন্নত ও দ্রুততর সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি শ্রেণীকৃত বিনিয়োগ কমিয়ে আনার মাধ্যমে কাক্সিক্ষত প্রবৃদ্ধি নিশ্চিতকরণের বিষয়ে সকলকে আরও সচেষ্ট হওয়ার আহবান জানান।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি