ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

আশা জাগিয়ে সাজঘরে ফিরলেন তামিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৬, ২৯ আগস্ট ২০১৭ | আপডেট: ১৮:৩৯, ২৯ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

নিজের পঞ্চাশতম টেস্টের প্রথম ইনিংসে তামিম ইকবাল অর্ধশতকের ইনিংস খেলেছিলেনদ্বিতীয় ইনিংসেও ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা  রেখেছেন। পূর্ণ করেছেন  আরও  একটি অর্ধশতক। তবে শতকের পথে যেতেই অজি বোলার কমিন্সের বলে ৭৮ রানে ধরাশয়ী হলেন বাহাতি এই টাইগার। এ রান আসে ১৫৫ বলে।

তবে আজ তৃতীয় দিনে খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি তাইজুল ইসলাম ও ইমরুল কায়েস। দিনের ষষ্ঠ ওভারে নাথান লায়নের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন তাইজুল। আর মাত্র ২ রান করে সাজ ঘরে ফেরেন ইমরুল কায়েসও।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ছিল ১৩৫/৪। ২৫ রান করে অপরাজিত আছেন মুশফিক শূন্য রান নিয়ে সঙ্গে রয়েছেন সাকিব আল হাসান।

প্রথম ইনিংসে সাকিব আল হাসান ও তামিমের অর্ধশতকে ভর করে টাইগারদের স্কোরবোর্ডে জমা হয়েছিল ২৬০ রান। পরে বল হাতেও দারুণ নৈপুণ্য দেখিয়েছে তারা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে দিয়েছে মাত্র ২১৭ রানে। পেয়েছে ৪৩ রানের লিড। টেস্ট ইতিহাসের চতুর্থ বোলার হিসেবে সব টেস্টখেলুড়ে দলের বিপক্ষেই পাঁচ উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়েছেন সাকিব।

৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরুতের ভালেই করছিলদুই ওপেনার তামিম ও সৌম্য সরকার। গতকাল দ্বিতীয় দিনের খেলা নির্বিঘ্নেই কাটিয়ে দেওয়ার পথে ছিলেন তাঁরা। কিন্তু মাত্র দুই ওভার বাকি থাকার সময় সাজঘরে ফিরেছেন সৌম্য। প্রথম ইনিংসে ৮ রানের পর দ্বিতীয় ইনিংসে তিনি করতে পেরেছেন ১৫ রান। এরপর অবশ্য আর কোনো উইকেট হারাতে হয়নি বাংলাদেশকে। বাকি দুই ওভার নির্বিঘ্নেই পার করেছিলেন তামিম ও তাইজুল।

 

আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি